স্থগিত  হল বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর

স্থগিত  হল বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর

শেমুহূর্তে এসে স্থগিত হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর। সব প্রস্তুতি বৃথা গেল। কোয়ারেন্টিনের ইস্যুতে দুই দলের কেউই রাজি না হওয়াতে আপাতত শ্রীলঙ্কা সফর স্থগিত।

সবকিছু ঠিক থাকলে রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতেই যত ঝামেলা। লঙ্কান সরকারের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের জায়গায় বিসিবি চায় ৭ দিনের কোয়ারেন্টিন এবং অনুশীলনের সুযোগ। যে কারণে টাইগারদের অনুশীলনও ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে বিসিবিতে গিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি জানান, আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ। নতুন সময়সূচির জন্য লঙ্কান বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি। সোমবার বিকেলে বিসিবিতে সেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন।